পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলার পরও বরাবরের মতোই তীরে এসে তরী ডুবলো নিউজিল্যান্ড দলের। নিজেদের প্রথম ফাইনাল স্মরণীয় করে রাখতে পারলো না কিউইরা। ম্যাচ শেষে অধিনায়ক কেইন উইলিয়ামসন শোনালেন হতাশার বাণী, সেইসাথে অভিনন্দন জানালেন নতুন চ্যাম্পিয়ন দলকে।
“আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তা হয়নি। ম্যাচে কিছু চমৎকার জুটি গড়েছিলাম আমরা, ভালো একটি সংগ্রহও দাঁড় করিয়েছিলাম। তারা দুর্দান্ত খেলে সেই টার্গেট খুব সহজেই ছুঁয়ে ফেলেছে”-ম্যাচশেষে বলছিলেন উইলিয়ামসন
অজিদের শুভেচ্ছা জানিয়ে কিউই দলপতি বলেন, “তারা দুর্দান্ত একটি দল, দিনশেষে ম্যাচের ভাগ্য তাদের দিকেই গেছে। অজিদের কৃতিত্ব দিতেই হয়। তারা আমাদের এক চুলও ছাড় দেয়নি। আজকে হয়নি, তবুও আমি আমার দল নিয়ে গর্বিত।”
একটা দল যতই ভালো খেলুক না কেনো তবু দিন শেষে সবাই বিজয়ীদের কথাই মনে রাখে। তাই হারটাকে উইলিয়ামসন দেখছেন লজ্জাজনক বিষয় হিসেবে। তাঁর মতে, “অনেক আশা ছিল, সুযোগও এসেছিলো। কিন্তু আমরা পারিনি যা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার।”