৮, ৯০, ১০৯*, ১৩৭…ডিপিএলের সুপার লিগ পর্বে তামিম ইকবালের চার ইনিংস।
সাউথ আফ্রিকা সিরিজে থাকায় রবিন রাউন্ড লিগে খেলতে না পারলেও সুপার লিগের ম্যাচগুলোতে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন বাঁহাতি এই ক্রিকেটার। গত ম্যাচেই এবারের মৌসুমের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর ডিপিএলের শেষদিনেও টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
বিকেএসপির ৩ নাম্বার মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৩৭ মিনিট টিকে ছিলেন তামিম। শুরুতে বেশ ধীরে-সুস্থেই এগিয়েছেন তিনি। অপরপ্রান্তে এনামুল হক বিজয় খেলে গেছেন আগ্রাসী ভূমিকায়। মাত্র ৩৭ বলে বিজয় ফিফটি করলেও তামিমের লেগেছে ৮৪ বল।
তবে, ফিফটি করার পরেই যেন বিজয়ের মতোই আগ্রাসী হয়ে ওঠেন তামিম। ১২২ বলেই লিস্ট ‘এ’ ক্রিকেটের ২১তম সেঞ্চুরি পূরণ করেন তামিম। আরাফাত সানি জুনিয়রের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ১০৩.৭৯ স্ট্রাইকরেটে ১৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৩২ বলে ১৩৭ করেন তিনি।