৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

১৫-২০ রান অতিরিক্ত দিয়েছি তাদের: বাবর আজম

- Advertisement -

সাধারণত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিরোনামের এই কথাগুলো বলেন হেরে যাওয়া দলের অধিনায়ক। তবে আজ এই কথাগুলো বের হল বাবর আজমের মুখ থেকে, যিনি কিনা জয়ী দলের কাপ্তান। বাবরের মতে বাংলাদেশকে নাকি আরো কম রানে অলআউট করে দেওয়া সম্ভব ছিলো।

“উইকেটটা একটু কঠিন ছিল, ব্যাট করা সহজ ছিল না। কৃতিত্ব আমাদের মিডল অর্ডারকে দিতে হবে- ফখর, খুশদিল এবং নওয়াজ যেভাবে শেষ করলেন সত্যিই অসাধারণ ছিলো। তবে আমরা তাদের (বাংলাদেশকে) আরো আগে অলআউট করতে পারতাম, ১৫-২০ রান রান অতিরিক্ত দিয়েছি।”- বলেছেন বাবর

অবশ্য বাবরের এই কথাগুলি বলার যুক্তি রয়েছে। প্রথম ১০ ওভারে ৪০/৪ থেকে ২০ ওভার শেষে ১২৭/৭ এ শেষ করে বাংলাদেশ। শেষ ১০ ওভারে আফিফ হোসেন (৩৬), নুরুল হাসান সোহান (২৮) ও মাহেদী হাসানের (৩০) ব্যাটে ভর করে বাংলাদেশ তোলে আরো ৮৭ রান। সেই রান চেজ করে জিততে পাকিস্তানের লেগেছে ১৯.২ ওভার, হারাতে হয়েছে ৬ উইকেট। দুর্দান্ত বোলিং করেছিলো বাংলাদেশ তবে মুস্তাফিজ ও শরীফুলের শেষ দুই ওভারে মোহাম্মদ নাওয়াজের ব্যাটিং তান্ডব বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

অপরদিকে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন সম্পূর্ণ উল্টো কথা। এই পিচ নাকি ব্যাটিংয়ের জন্য অনেক সহজ ছিলো এবং ‘হয়তো’ আরেকটু ভালো ব্যাট করলে বাংলাদেশ আরো বড় রান করত।

“ব্যাট করার জন্য এটি বেশ ভালো উইকেট ছিল কিন্তু বোলারদের জন্যও সাহায্য ছিল। আশা করি, আগামীকাল আমরা আরও ভালো পরিকল্পনা নিয়ে আসতে পারব। ১৪০ পেলে ভালো হতো কিন্তু ১২৭ নিয়েও, আমরা ভেবেছিলাম যদি আমরা শুরুতেই দু-একটি উইকেট পেতাম, যা আমাদের বোলাররা করেছে, তাসকিন, ফিজ, মাহেদী, আমরা খুব কাছাকাছি ছিলাম কিন্তু কৃতিত্ব তাদের শেষ দুই ব্যাটারকে দিতে হয়।”

তবে ম্যাচশেষে যাই বলা হোক, বাংলাদেশ ম্যাচটি হেরেছে এটিই বড় কথা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img