১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

১৭২ রানে অলআউট পাকিস্তান; বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান

- Advertisement -

তৃতীয় দিনের শেষ বিকেলে দ্রুত দুই উইকেট নিয়ে সুরটা ধরিয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। চতুর্থ দিনের সকালে শুরুটা পাকিস্তান ভালো করলেও তাদের প্রতিরোধ বেশিক্ষণ টিকেনি। নাহিদ রানা-হাসানদের তোপের মুখে ১৭২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেছেন হাসান। দ্বিতীয় টেস্টে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান।

২ উইকেট হারিয়ে ৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। গতকালের অপরাজিত ব্যাটার সাইম আইয়ুবের সাথে জুটি গড়ে ভালোই প্রতিরোধ গড়েছিলেন শান মাসুদ। ৩৫ বলে ২০ রান করা আইয়ুবকে ফিরিয়ে ৩৮ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

পুরো সিরিজ জুড়ে গতি দিয়ে পাকিস্তানি ব্যাটারদের পরীক্ষা নেওয়া নাহিদ রানার শিকার হয়ে ফিরেছেন বাবর আজম। অফ স্ট্যাম্পের বাইরে দারুণ লেংথে বল করে ডানহাতি এ ব্যাটারকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেছেন নাহিদ। পরের বলেও উইকেট পেতে পারতেন এ স্পিড স্টার। তবে স্লিপে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম।

৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ

এরপর সৌদ শাকিলকে ফিরিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখানো শুরু করেন নাহিদ। তবে শূন্য রানে জীবন পাওয়া রিজওয়ান ভোগাচ্ছিলেন টাইগার বোলারদের। দারুণ ব্যাটিং করে ছুটছিলেন ফিফটির দিকে। তবে তার আগেই রিজওয়ানকে থামিয়েছেন হাসান। উইকেটের পেছনে লিটন কুমার দাশের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন টাইগার এ পেসার। পরের বলেই মোহাম্মদ আলীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। তবে সেটি হয়নি।

সালমান আলী আগা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের হাল ধরেছেন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি লোয়ার অর্ডারের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে দশটি উইকেটই শিকার করেছেন পেসাররা। হাসানের শিকার ৫ উইকেট, নাহিদ নিয়েছেন ৩টি, তাসকিনের নামের পাশে উইকেট সংখ্যা ১টি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img