২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

৩০০ রানের টার্গেটই আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে: মিরাজ

- Advertisement -

তৃতীয় দিন শেষে কারা এগিয়ে? এমন প্রশ্নে নিশ্চই আপনি উইন্ডিজদের এগিয়ে রাখবেন। চট্টগ্রাম টেস্টের উইন্ডিজরা যেভাবে ম্যাচ জিতেছিল সে হিসেব করলে এখনো দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের সমূহ সম্ভাবনা আছে। এটা বুঝতে খুব বেশি ভাবতে হবেনা। আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে বোনার-মায়ার্সের পার্টনারশিপ দেখলেই সব পরিস্কার। ঢাকা টেস্টে এখনো নামেননি মায়ার্স। আর ক্রিজে আছেন বোনার। তাই চতুর্থ দিন এই দুই ক্রিকেটারকে আউট করাই হবে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন বাংলাদেশের দ্রুততম ১০০ উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ

“পঞ্চম দিনে ব্যাটিং করা সব সময়ই কঠিন। চতুর্থ ইনিংসে ব্যাটিং করা খুব কঠিন। ওদের যদি খুব দ্রুত গুটিয়ে দিতে পারি আমাদের জন্য খুব ভালো হবে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় উইকেট হয়তো খুব ভালো ছিল। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় বল টার্ন করছে। অনেক সময় বল নিচুও হচ্ছে। এখন কিন্তু রান করাটা খুব কঠিন হয়ে যাবে। পঞ্চম দিনে আরও বেশি কঠিন হবে।”

এই সিরিজে  এখন পর্যন্ত ব্যাটে-বলে বাংলাদেশের সেরা পারফর্মার এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির পর এবার রেকর্ডের খাতায় নাম উঠিয়েছেন উইকেটের সেঞ্চুরি করা মিরাজ

” টার্গেট সেট করিনা, এটা আমার উপর চাপ তৈরী করে। একশো উইকটে পেয়েছি, ভবিষ্যতে আরো উপরে যেতে চাই, তবে কোথায় থামবো সেটা আমি জানিনা”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img