২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

৩১ বছর পর স্বাধীনতা কাপ এলো আবাহনীর ঘরে!

- Advertisement -

ব্রাজিলিয়ান নাম্বার নাইন ডোরিয়েল্টন গোমেজের জোড়া গোলে বসুন্ধরা কিংসকে ৩-০ তে হারিয়ে ৩১ বছর পর স্বাধীনতা কাপের শিরোপা জিতলো মারিও লেমোসের আবাহনী লিমিটেড।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি।দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রাফায়েল অগাস্তোর দারুণ থ্রু বলে দুর্দান্ত ফিনিশিং দেন রাকিব হোসেন। ১-০তে এগিয়ে যায় আবাহনী।

৬১ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। জালের টপ কর্নারে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর ডোরিয়েল্টন গোমেজ। ৭২ মিনিটে রাফায়েল অগাস্তোর কর্নার থেকে আবারো ডোরিয়েল্টনের নিঁখুত ফিনিশ। ৩-০ তে এগিয়ে যাওয়ার পর আবাহনীর শিরোপা হয়ে যায় সময়ের ব্যাপার।

৪ গোল নিয়ে টুর্নামেন্টের টপ স্কোরার ডোরিয়েল্টন গোমেজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img