২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

৩২ রানে অল আউট

- Advertisement -

ক্রিকেটে কতো ঘটনাইতো ঘটে। অস্ট্রেলিয়ার চলতি শেফিল্ড শিল্ড তেমনই ঘটনার সাক্ষী। রোববার শেফিল্ড শিল্ডের সপ্তম রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনে মাত্র ৩২ রানেই গুটিয়ে গেছে স্টার্ক-লায়নদের নিউ সাউথ ওয়েলস। শেফিল্ড শিল্ডের ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর।

শেফিল্ড শিল্ডে ৪৭ বারের চ্যাম্পিয়ন নিউ সাউথ ওয়েলস। অথচ তাদের ইনিংস পেরুতে পারে ওই ৪৭ সংখ্যা। দলটার পক্ষে দুই অংকের ব্যক্তিগত রান কেবল পিটার নেভিলের, ১০ রানে অপরাজিত ছিলেন । শেফিল্ড শিল্ডে আছে ২৭, ২৯ এবং ৩১ রানে অল-আউট হওয়ার রেকর্ড।

বার্ডের ৭ উইকেট

কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। সেই টেস্টের দলে ছিলেন স্টার্ক আর লায়ন। নিউ সাউথ ওয়েলসেও আছেন এই দুই ক্রিকেটার, দৃশ্যপট কতো দ্রুতই বদলে যায়। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য আছে ৬ রানে অল আউট হওয়ার রেকর্ডও।

দা বি’স’ একাদশ। নামটা অপরিচিত মনে হতে পারে। প্রায় দুইশ বছরেরও বেশি সময় আগে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৬ রানে অল আউট হয়েছিল তারা। সেই ৬ রানেই ৪ রানই এসেছিল একজনের ব্যাট থেকে, মাত্র ৩ ব্যাটসম্যান খুলতে পেরেছিল রানের খাতা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img