২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

৩৫১ রানে থামল অস্ট্রেলিয়া

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে ৩৫১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বাবর আজমের দলের জয়ের জন্য প্রয়োজন ৫০ ওভারে ৩৫২ রান।

টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়কের নেওয়া সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুজনে মিলে প্রথম উইকেট জুটিতে তোলেন ৮৩ রান। ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৮ রান করা ওয়ার্নারকে আউট করে পাকিস্তানকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন উসামা মীর।

তিনে এসে ২৯ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন স্টিভেন স্মিথ। মারনাস লাবুশেনের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৪০ রান। ১২৯.০৩ স্ট্রাইকরেটে এদিন ব্যাটিং করেছেন তিনি। শুরুটা ভালো করলেও রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যালেক্স ক্যারি।

উইকেটে আসার পর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। পাকিস্তান বোলারদের বাজে বল পেলেই সীমানা ছাড়া করেছেন তিনি। শাদাব খানের বলে বাবর আজমকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৭১ বলে ৪ বাউন্ডারি ৬ ছক্কায় ৭৭ রান। শেষে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন জশ ইংলিশ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যামেরন গ্রিন। ৩০ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৮ রান করে প্যাভিলিয়নে ইংলিশ। গ্রিনের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৫০ রানের ইনিংস।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট শিকার করেছেন উসামা মীর। একটি করে উইকেট নিয়েছেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img