২০ এপ্রিল ২০২৪, শনিবার

৫ ক্রিকেটার করোনা আক্রান্ত

- Advertisement -

দেশের জনপ্রিয় এক কণ্ঠশিল্পীর গানের লাইন “যেতে চাইলে কাউকে ধরে রাখা যায়না।”  করোনা ঠিকই বাংলায় রেখে দিলো সাউথ আফ্রিকার পাঁচ ক্রিকেটারকে।

মঙ্গলবার সকালে ফ্লাইট অথচ সোমবার রাতে করোনা টেস্টের রিপোর্টে পজিটিভ আসে তাদের। ঢাকায় আইসোলেশনে থাকতে হচ্ছে লি জোন্স,সিনালো জাফটা,বেনেতি,রবেইন সিয়ারলে ও ম্যানেজার মার্সিয়া লেটসালো’কে। বাকিরা আজ সকালেই নিজ দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সিলেটে চলছিলো দুই দেশের ইমার্জিং স্কোয়াডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম চার ম্যাচেই দাপট দেখায় স্বাগতিকরা। মঙ্গলবার মাঠে গড়ানোর কথা ছিলো শেষ ওয়ানডে। তবে বুধবার থেকে লকডাউন আর ফ্লাইট বন্ধ থাকায় এক ম্যাচ কম খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নিয়ম অনুযায়ী ফ্লাইটের আগে করোনা পরীক্ষায় কপালটা পুড়লো ঐ পাঁচ নারীর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img