চট্টগ্রামের পিচ ব্যাটিং সহায়ক হয়, সেটা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও বলেছেন অধিনায়ক মুমিনুল হক। সেই ব্যাটিং উইকেটেই যেনো ব্যাট হাতে ছন্দটা খুঁজে পেলেন না টাইগাররা। প্রথম সেশন শেষে ২৮ ওভারেই নেই ৪ উইকেট, স্কোরবোর্ডে ৬৯ রান! ব্যাট হাতে বাংলাদেশের ভরসা হয়ে পিচে আছেন মুশফিকুর রহিম-লিটন দাস।
দিনের শুরু থেকেই দুর্দান্ত সব সুইংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরাস্ত করেছেন শাহীন শাহ আফ্রিদি-হাসান আলীরা। একপ্রান্ত দিয়ে হাসান রান দিলেও, শাহীন তৈরী করেছেন চাপ। আর সেরি চাপের মুখে পড়েই শাহীনের বাউন্সারে প্যাভিলিয়নে সাইফ হাসান। আরেক ওপেনার সাদমান ইসলাম ফিরেছেন হাসান আলীর বলে এলবিডব্লিউ হয়ে।
দুই পেসারের পর আক্রমণে ফাহিম আশরাফের সাথে স্পিনার সাজিদ খান। ফাহিমকে পয়েন্ট দিয়ে চার মারতে গিয়ে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন সাজিদ খানের দুর্দান্ত ক্যাচে। প্রথম তিনজনই ১৪ রান করে করেছেন, বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন অধিনায়ক মুমিনুল। কিন্তু, সাজিদের অফস্পিনে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে তিনিও ফিরেছেন প্যাভিলিয়নে। দলীয় ৫০ না হতেই নেই ৪ উইকেট। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় মুশফিক-লিটন; দুজনের ব্যাট থেকে এসেছে ২০ রান।