প্রথম সেশনে হাসান মাহমুদের দাপটে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ভারত। স্কোরবোর্ডে রান ছিল ১৩৩। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনটাও ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণেই। চা বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল।
দ্বিতীয় সেশনে প্রথম আঘাত হানেন হাসানই। মধ্যাহ্ন বিরতির আগে রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে সাজঘরে ফেরানো হাসানের চতুর্থ শিকার হন রিশাব পান্ত। ৫২ বলে ৩৯ করে সাজঘরে ফেরেন দুইবার জীবন পাওয়া পান্ত।
এরপর ৪২তম ওভারে বিপদ হয়ে ওঠা যশস্বী জয়সাওয়ালকে ফেরান নাহিদ রানা। নাহিদের শিকার হওয়ার আগে ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক তুলে নেন যশস্বী। ১১৮ বলে করেন ৫৬ রান। চা বিরতির আগে লোকেশ রাহুলকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫২ বলে ১৬ রান করেছেন কেএল।
সপ্তম উইকেটে ৩৪ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা বিরতিতে গেয়েছেন রবিন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ২১ রানে অপরাজিত অশ্বিন। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত থেকে অশ্বিনকে যোগ্য সঙ্গ দিচ্ছেন জাদেজা।