পাল্লেকেলেতে প্রথম টেস্ট ড্র হলেও বাংলাদেশের প্রপ্তির জায়গা কম ছিল না। হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া, পাঁচদিন দাপটের সাথে পারফর্ম করা; সবমিলিয়ে সাদা পোশাকে বাংলাদেশের অন্ধকার সময়ে পাল্লেকেলে টেস্ট টাইগারদের দিয়েছে দুহাতভরে। তবুও অপ্রাপ্তির জায়গা আছে, ওপেনার সাইফ হাসান দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ।
অবশ্য বাংলাদেশ দলের হেডকোচ রাসেল ডোমিঙ্গো ভরসা রাখতে চান সাইফ হাসানের ব্যাটে। দ্বিতীয় টেস্টেও তাই তামিম ইকবালের সাথে দেখা যেতে পারে সাইফ হাসানকেই।
‘সাইফ হাসানকে আরেকটা সুযোগ দেওয়ার পক্ষে আমি। টেস্টে ক্রিকেটে ইনিংস শুরু করার কাজটি সহজ না। যারা দলে নতুন তাদের খাপ খাইয়ে নিতে সমস্যা হয়। আমরা ওকে আগামীকাল আরেকটি সুযোগ দিতে চাই। ওপেনিংয়ে ডান ও বাঁহাতি সমন্বয় থাকা সবসময়ই ভালো। তাই হ্যাঁ বলাই যায়, সাইফ আগামীকাল খেলবে।’
সাকিব আল হাসান নিজ ইচ্ছায় নাম সরিয়ে নিয়েছিলেন চলতি সিরিজ থেকে, খেলছেন আইপিএল। সীমান্ত পেরিয়ে টিম কম্বিনেশনে যে প্রভাব ফেলছে সাকিবের অনুপস্থিতি সেটা ডোমিঙ্গোর কথাতেই স্পষ্ট। বিশ্বসেরা অলরাউন্ডার না থাকাতেই পাঁচ বোলার নিয়ে সাজাতে হচ্ছে দল।
‘সাকিব খেললে ব্যাপারটা ভিন্ন থাকে, আমরা হয়ত সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলতাম। সাকিব ওভারগুলো বাড়তি কাজে দিত। সিদ্ধান্ত শুধু আমার হলে হয়তো বলে দিতে পারতাম। কিন্তু নির্বাচক প্যানেল আছে, তাদের সঙ্গে কথা বলতে হবে।’
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম।