১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ফিরেই ইনজুরির শঙ্কায় স্টোকস!

- Advertisement -
মানসিক অবসাদ কাটিয়ে কেবলই দলে ফিরেছিলেন, আবারো ইংল্যান্ড শিবিরে শুরু হয়েছে বেন স্টোকসকে নিয়ে দুঃশ্চিন্তা। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন হাঁটুর চোটে পড়েছেন স্টোকস।
২৯তম ওভারে বাউন্ডারিতে একটি বল ধাওয়া করতে গিয়ে হাঁটুতে চোট পান। মাঠেই ছিলেন, বল করেছেন ৯ ওভার। তুবে স্পষ্ট বোঝা যাচ্ছিলো ব্যথায় কষ্ট পাচ্ছেন এই অলরাউন্ডার। চোট কতোটা গুরুতর তা বুঝতে স্টোকসকে ১২ ঘন্টার পর্যবেক্ষণে রাখবেন ফিজিও।
https://twitter.com/theabsports/status/1468876836662743042?s=20
এদিকে দ্বিতীয় দিন অসাধারণ বোলিং করা পেসার অলি রবিনসনও শেষ বিকেলে মাঠ ছেড়ে গিয়েছিলেন। তবে তার কোন চোটের সমস্যা নেই তা গণমাধ্যমের সামনে নিশ্চিত করেছেন ইংল্যান্ডের বোলিং কোচ জন লুইস।
“বেন মাঠে ব্যথা পেয়েছে, তাই পূর্ণ গতিতে বোলিং করতে পারেনি। আমাদের মেডিক্যাল টিম তার চোট পর্যবেক্ষণ করে দেখবে রাতে। দলের বাকি সবাই সুস্থ আছে।”
শেষ বিকেলে একটা সময় বোলার সংকটে পড়েছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। স্পিনার জ্যাক লিচও বেদম মার খাচ্ছিলেন।
এদিকে প্রথম দিন ইংল্যান্ডকে ১৪৭ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় দিন ট্র্যাভিস হেডের ঝড়ো শতকে ৭ উইকেটে ৩৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়েছে ১৯৬ রানের লিড।
- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img