২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

লা লিগায় পথ হারালো রিয়াল মাদ্রিদ

- Advertisement -

স্প্যানিশ লা লিগায় হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ, ঘরের মাঠে চোটজর্জরিত বর্তমান চ্যাম্পিয়নদের সাথে ড্র করেছে গেটাফে।

ইনজুরির কারণে দলে ছিল না রিয়ালের একাধিক খেলোয়াড়। করোনা পজিটিভ আসায় দলের বাহিরে আছেন রাফায়েল ভারানে ও ফারল্যান্ড মেন্ডি। নিষেধাজ্ঞার কারণে দলের বাহিরে মধ্যমাঠের মধ্যমণি ক্যাসিমেরো। এমন চোটজর্জরিত দল নিয়ে স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নিয়মিত একাদশের বেশকিছু ফুটবলার ছাড়া গেটাফের মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে জিনেদিন জিদানের দলকে আটকে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গেতাফে।

 স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে গেতাফের মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ।  আক্রমণ- প্রতি আক্রমণের ম্যাচে গোল করার বেশকিছু সুযোগ তৈরি করলেও দুদলের কেউই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে।

গত সপ্তাহে’এল ক্লাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারানোর আগে-পরে লিভারপুলের বিপক্ষে দুই লেগের লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠে জিদানের শিস্যরা। টানা চার ম্যাচ পর পয়েন্ট হারালো বর্তমান চ্যাম্পিয়নরা।

লা-লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খেল প্রতিযোগিতার সফলতম দলটি। ৩১ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৭০ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ টেবিল টপার। এক কম খেলে  ৬৫ পয়েন্ট নিয়ে মাদ্রিদের ঘাড়ের নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img