১৯৬৯ সালের পর এফ এ কাপের ফাইনালে উঠেছে লেস্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে ১-০ গোলে সাউদ্যাম্পটনকে হারিয়েছে লেস্টার, ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।
শুরু থেকে সাউদ্যাম্পটন বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি কোন দলই।ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা লেস্টার দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেই পায় গোলের দেখা। ডি-বক্সে ইহেনাচোর প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে, ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন নাইজেরিয়ার ফরোয়ার্ড।
এফ এ কাপে এর আগে চারবার ফাইনাল খেলেও শিরোপার দেখা পায়নি লেস্টার সিটি। এবার চেলসিকে হারিয়ে শিরোপা খরা দূর করতে পারবে কি দলটা ? জবাব মিলবে ১৫ মের ফাইনালে।