১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

একশো ওভার খেলে রেকর্ড করলো বাংলাদেশ!!

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে একশো ওভার ব্যাট করেই নতুন একটা রেকর্ড গড়লো বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো ২ উইকেট হারিয়ে শত ওভার ব্যাট করতে পেরেছে টাইগাররা। এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটে এর আগে একবারই ঘটেছে, ২০০৩ সালে।

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি

বিশ্ব ফার্নান্দোর করা একশোতম ওভার শেষে বাংলাদেশের রান দুই উইকেটে ৩২২। ওভার শেষ হবার সাথে সাথেই ধারাবিবরণী কক্ষ থেকে তথ্যগুলো শোনা গেলো। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার, মোটে দুই উইকেট হারিয়েছে একশো ওভার খেলেছে  টাইগাররা। ইনিংসের একশো ওভার শেষে নাজমুল হোসেন শান্ত দেড়শোর পথে (১৩৯*), অধিনায়ক মুমিনুল (৭০*) তার সাথী।

এর আগে দুই উইকেট হারিয়ে শত ওভার ব্যাট করার ঘটনা টাইগার ক্রিকেটের ইতিহাসে একবারই ঘটেছে, ২০০৩ সালে পেশোয়ার টেস্টে। ওই ম্যাচে প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে একশো ওভার পার করেছিল বাংলাদেশ। একশো ওভার পার করতে ক্যারিয়ারের একমাত্র শতরান ওই ম্যাচেই করেছিলেন জাভেদ  ওমর বেলিম, তার সঙ্গী ছিলেন হাবিবুল বাশার। জাভেদ ওমর করেছিলেন ১১৯, হাবিবুল বাশার ৯৭; তাদের কল্যানেই দুই উইকেট হারিয়ে একশো ওভার খেলেছিলো বাংলাদেশ। তৃতীয় উইকেট পরেছিলো ১২১.৪ ওভারে।

দীর্ঘ ১৭ বছর পর জাভেদ-হাবিবুলের পাশে নাম তুললেন তাদেরই উত্তরসূরী শান্ত-মুমিনুল। ২ উইকেট হারিয়ে পার করেছেন ইনিংসের ১০০ ওভার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img