ইউরোপসেরা টুর্নামেন্ট উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইতালিয়ান ক্লাব রোমা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলা।
গ্রানাডার সাথে ২-০ গোলে জিতেই সেমির টিকিট নিশ্চিত করেছে ম্যান ইউ। এবারের আসরে ৬ ম্যাচ খেলে এখনো হারের মুখ দেখেনি ওলে গানার সুলশারের দল। ইউরোপা লিগে দুই দলের ৭ বারের দেখায় মাত্র একটিতে জয় পেয়েছে রোমা, ১৯৯৭ সালের পর ঘরের মাঠে ইউরোপা লিগে হারেনি রেড ডেভিলরা। পরিসংখ্যানের দিক দিয়ে তাই বেশ এগিয়ে থাকবে ইংলিশ ক্লাবটা তারপরও প্রতিপক্ষকে ছোট করে দেখছে না ওলে গানার সুলশার
‘’ তারা বেশ ভালো দল, আমি তাদের ইতিহাস সম্পর্কে জানি। কিন্তু মাঠে তাদের ছেড়ে কথা বলবো না। আমি শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের হাতেই দেখতে চাই’’
গত ১৮ মাসে ওলে গানার সুলশারের অধীনে চারটি প্রতিযোগিতার সেমিতে উঠেও হেরেছে রেড ডেভিলরা এবার শিরোপা খরা কাটাতে চায় দলটা।
ইংলিশ ক্লাবের বিপক্ষে ২০০১ সালের পর জয় পায়নি রোমা। শক্ত প্রতিপক্ষের সাথে শেষ পর্যন্ত লড়ে যেতে চান রোমা বস পাওলো আলেকজান্ডার।
? European memories… ?❤️
A chance to write another chapter awaits!
#ASRoma #UEL
pic.twitter.com/28k0PiBtLL— AS Roma English (@ASRomaEN) April 28, 2021
একই সময় স্পেনের ক্লাব ভিয়ারিয়াল আতিথ্য দিবে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালকে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্লাভিয়া প্রাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালিস্ট হয়েছে আর্সেনাল। গানারদের বিপক্ষে চার ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি ভিয়ারিয়াল ঘরের মাঠে ইতিহাস পাল্টে দেওয়ার মিশনেই মাঠে নামবে উনাই এমেরির দল।
দ্বিতীয় বারের মতো ইউরোপা লিগের ফাইনালে ওঠার হাতছানি মিকেল আর্তেতার শিস্যদের সামনে। এখন পর্যন্ত শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ইংলিশ ক্লাবটার ।