দ্বিতীয় টেস্টে ১৫ জনের মূল স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বিসিবি নির্বাচক কমিটি। তবে সেরা একাদশে ইবাদত হোসেনের জায়গায় বাহাতি পেসার শরিফুল ইসলামকে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
যুব বিশ্বকাপ জয়ী এই ফাস্ট বোলার গেলো ৩ বছর ধরেই ঘরোয়া ক্রিকেট ও বিসিবি’র নানা দলে পারফর্ম করে যাচ্ছেন। সবশেষ নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে অভিষেক হয়,যদিও ৩টা টি-টোয়েন্টিতে দাগ কাটতে পারেননি শরিফুল। তবে বোলিং বৈচিত্র্য বাড়াতে এই টেস্টে তার উপর ভরসা রাখলেন অধিনায়ক মুমিনুল হক ও হেড কোচ রাসেল ডমিঙ্গো।
পাল্লেকেলে’তে প্রথম টেস্ট ড্র হয়েছিলো। একই ভেন্যুতে টস জিতে ব্যাটিং নেয়া শ্রীলঙ্কা বেস্ট ইলেভেনে দুই পরিবর্তন করেছে।
বাংলাদেশ দলঃ তামিম,সাইফ,শান্ত,মুমিনুল,মুশফিক,লিটন,মিরাজ,তাইজুল,তাসকিন,রাহী ও শরিফুল