অবশেষে শঙ্কার কালো মেঘ কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। মাঠের লড়াইয়ের রেজাল্টের আগে করোনার রেজাল্ট নিয়ে তৈরী হয় সিরিজ নিয়ে সংশয়। প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কয়েক ঘণ্টা আগে শ্রীলঙ্কা দলে করোনার হানা । বোলিং কোচ চামিন্ডা ভাস ও দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দোর করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।
পরে করোনার দ্বিতীয় পরীক্ষা করানোর পর প্রথম ওয়ানডে নিয়ে একটু হলেও স্বস্থি পায় লঙ্কান শিবির। সাবেক পেসার ভাস ও উদানার ফলাফল নেগেটিভ আসলেও শিরানেরর নাম এখনো নেগেটিভের খাতায়।
তবে সঙ্কাটা পুরো সিরিজ নিয়ে। জানা যায় সফরকারিদের মূল চিন্তা আগামী মাসে ইংল্যান্ড সফর নিয়ে। তাই তারা সিরিজটা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী না। তবে বিসিবির তরফ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বার্তা পাওয়া যায়নি। এ বছরের জানুয়ারি থেকে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের পর বাংলায় আসে সিংহরা। এবারই প্রথম তাদের কোন ক্রিকেটার আক্রান্ত হলো করেনায়।