২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

পিএসজি না লিল: শেষ হাসি হাসবে কে?

- Advertisement -

স্প্যানিশ লিগের শিরোপা নির্ধারিত হয়েছে শেষদিনে, সাধারণ ফুটবল সমর্থকদের উত্তেজনার পারদ চরমে উঠে যেতে পারে যখন তারা শুনবেন ফ্রেঞ্চ লিগের শ্রেষ্ঠত্বের লড়াই গড়াচ্ছে শেষদিনে। লিগ ওয়ানে শিরোপা প্রত্যাশী দুইদল মাঠে নামছে সোমবার মধ্যরাতে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিল  আর ১ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে থাকা প্যারিস সেন্ট জার্মেইন, প্রতিপক্ষের মাঠে । ফ্রেঞ্চ লিগের শিরোপা লড়াইয়ে আপনার আগ্রহ থাকলে চোখ রাখতে পারেন টিভিসেটের সামনে, সময় রাত একটা।

 

গত রোববার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিলের হোঁচট খাওয়ার রাতে রেইমসকে উড়িয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখে পিএসজি। নিজেদের জয়ের পাশাপাশি অতিরিক্ত পাওনা ছিল লিলের পয়েন্ট হারানো। লিল যদি শেষ রাউন্ডে পয়েন্ট হারায় আর পিএসজি তুলে নেয় পূর্ন তিন পয়েন্ট, প্রতিপক্ষের মাঠে শিরোপা  উৎসব করবে এমবাপপে-নেইমাররা।

ব্রেস্তের ঘরের মাঠে সোমবারের রাতের লড়াইয়ে অবশ্যই অলআউট ফুটবল খেলতে চাইবে পচেত্তিনি শিষ্যরা। ডি মারিয়া-নেইমাররা চাইবেন উইং থেকে মুহুর্মুহু আক্রমন করতে। ভারেত্তি-পেরেইরা চাইবেন এমবাপেকে যতসম্ভব বল দেওয়া যায়। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্সে আগুন ধরিয়ে তুলে নিতে হবে জয়, কেননা জয়ের বিকল্প নেই ফরাসি জায়ান্টদের।

প্রতিপক্ষের মাঠে লিলের লক্ষ্যও শুধু জয়।  লিলের ম্যাচে নজর থাকবে রেনেতা সানচেজের উপর। গোল করে  লাইমলাইটের সবটুকু আলো কেড়ে নিতে চাইবেন ফরাসি ফরোয়ার্ড আইসাক, গোলকিপার মাইক মিগনান চাইবেন ক্লিন শিট ধরে রাখতে।  ফলাফল যাই হোক, যারাই জিতুক, দিনশেষে জয়টা শুধুই ফুটবলের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img