১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

সাজ্জাদ-হৃদয়ের ব্যাটে শাইনপুকুরের জয়

- Advertisement -

মিরপরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে বৃষ্টি আইনে ১৫ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ডিপিএলে ৯ ম্যাচে তিন নম্বর জয় পাওয়া শাইনপুকুর টেবিলে দুই ধাপ এগিয়ে উঠে এসেছে নয় নম্বরে। আর সমান ম্যাচে চার জয় পাওয়া খেলাঘরের আছে ঠিক তার উপরেই আট নম্বরে।

ছবি: বিসিবি

টস হেরে ব্যাট করতে নামা শাইনপুকুর ভালো শুরু ইঙ্গিত দিলেও বেশিক্ষণ সেটা ধরে রাখতৈ পারেনি। ৪৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন সাজ্জাদুল ইসলাম ও অধিনায়ক তৌহিদ হৃদয়। তিন নম্বর উইকেটে দুজনে গড়েন ৮০ রানের জুটি। ফিফটি থেকে দুই রান দূরে থাকা সাজ্জাদুল ইসলামের বিদায়ের পর দলীয় ১৪৫ রানে আউট হন তৌহিদ হৃদয়। এরপর বোর্ডে আর ৯ রান যোগ করে শেষ হয় শাইনপুকুরের ইনিংস। বল হাতে পেসার খালেদ আহমেদ নেন ৩ উইকেট।

ছবি: বিসিবি

জবাব দিতে নামা খেলাঘরের ইনিংসের শুরুটাও হয় নড়বড়ে। ওপেনার সাদিকুর রহমানের ৩১ ও অধিনায়ক জহিরুল ইসলামের ২৭ রান বাদ দিলে আর সবার রানই বিশের নিচে। বৃষ্টি বাধায় ম্যাচ পন্ড হবার শংকা তৈরি হলে ম্যাচে ৪ ওভার কমিয়ে খেলাঘরের সামনে টার্গেট দাড় করানো হয় ১২৬। শেষ পর্যন্ত সেটি করতে ব্যর্থ হলে এবারে আসরের পঞ্চম হারের স্বাদ পায় খেলাঘর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img