১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এক কোটি টাকাও পাচ্ছে না বিসিবি!!

- Advertisement -

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন চারেক আগে আইসিসি দলগুলোর প্রাইজমানি ঘোষনা করেছে । শুধু চ্যাম্পিয়ন-রানার্সআপ নয়, অংশগ্রহণকারী প্রতিটা দলই পাচ্ছে প্রাইজমানি। সোমবার এক বার্তায় আইসিসি এ খবর জানিয়েছে।

১৮ জুন শুক্রবার সাদাম্পটনে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দুদলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া দলটি পাবে ১.৬ মিলিয়ন ইউএস ডলার। যেদল রানার্সআপ হবে তারা পাবে চ্যাম্পিয়ন হওয়া দলটার অর্ধেক, ৮ লক্ষ ইউএস ডলার।

পয়েন্ট টেবিলের তিনে থাকা দলটা পাবে সাড়ে চার লাখ ইউএস ডলার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া, তাই অজিদের ঘরেই যাচ্ছে মোটা অংকের প্রাইজমানি। চার নম্বরে থাকা দলটা পাবে সাড়ে তিন লাখ ইউএস ডলার, পয়েন্ট তালিকার চারে আছে ইংল্যান্ড।

পয়েন্ট তালিকার পাঁচে থাকা পাকিস্তান পাবে দুই লক্ষ ইউএস ডলার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি চারটা দল- ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ পাবে এক লক্ষ ইউএস ডলার করে। বাংলাদেশি টাকায় তা প্রায় ১ কোটি টাকার কাছাকাছি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img