২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

কোপা আমেরিকায় করোনা বাধা; ৩১ খেলোয়াড় আক্রান্ত

- Advertisement -

করোনার কালো থাবা পড়েছে কোপা আমেরিকার উপর। টুর্নামেন্টের দুইদিন অতিবাহিত হতে পারেনি,  এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ৩১ জন খেলোয়াড়। সঙ্গে টুর্নামেন্ট সংশ্লিষ্ট আরো ১০ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রনালয়।

কোপা আমেরিকার চলতি আসর হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। কলম্বিয়ায় রাজনৈতিক অস্থিরতার জন্য এবং আর্জেন্টিনায় করোনা পরিস্থিতির অবনতির জন্য টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় ব্রাজিলে। যে করোনার জন্য ব্রাজিলে নেওয়া হলো, সেই  ব্রাজিলে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের কোপা আমেরিকা। এক বিবৃতিতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, আক্রান্ত হওয়া সকল কর্মীরা সেই ম্যাচে দ্বায়িত্ব পালন করেছিলেন। সে ম্যাচের আগে গণমাধ্যমে খবর আসে ভেনিজুয়েলার ৮ এবং বলিভিয়ার ৩ খেলোয়াড় করোনা আক্রান্ত। এবার সে খবরই সত্যি হলো।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img