২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

দুই পেসারের বীরত্বে ম্যাচ জিতল শাইনপকুর

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ জুন দিনের শেষ ম্যাচে শাইনপুকুরের বিরুদ্ধে হেরে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২০ ওভারে ১০৮ রানের টার্গেট দিয়েও ৮ রানে অবিশ্বাস্য ম্যাচ জেতে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

 

নির্ধারিত ভেন্যু বিকেএসপি থেকে সরে আসায় মিরপুরে দিনের তৃতীয় ম্যাচে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হয় মাহমুদুল্লাহর গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শাইনপুকুর অধিনায়ক তৌহিদ হৃদয়ের টস জিতে ব্যাট করার সিদ্ধান্তে সুবিধা করতে পারেননি ওপেনার তানজীদ হাসান তামিম, ৩ রান করে আউট হন মাহমুদুল্লাহর বলে। তামিম আউট হলেও ওপেনিংয়ে তার সঙ্গী সাব্বির হোসেন নিজের গতিতে খেলতে থাকেন, ৪ চার আর ৩ ছয়ে করেন ২৬ বলে ৪১ রান। সাব্বির ছাড়া পাঁচে নামা সাজ্জাদুল হকই শুধু দুই সংখ্যার ঘরে রান নিতে পারেন; তার ব্যাটে আসে ১৫ বলে ২৫ রান। চরম ব্যাটিং ব্যার্থতার দিনে ১০৭ রানেই গুটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। তামিমের উইকেটের পর আরও দুটি উইকেটে ১৪ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার হন গাজী অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

ছোট টার্গেটও শাইনপুকুরের ম্যাচ জয়ের ক্ষুধায় বাধা হতে পারেনি। দুই পেসার সুমন খান এবং মোহর শেখ শুরুতেই গাজীর দুই ওপেনারের উইকেট তুলে নেন। শেখ মেহেদি হাসান আউট হন ৮ করে, সৌম্য করেন ২ রান। ব্যাটিং অর্ডারে প্রমোশনে চারে নেমে মমিনুলের সাথে ইনিংস মেরামতে মন দেন আকবর আলী। ৩৭ বলে ২৮ রানের জুটির পর দলের ৪৫ রানে আকবর কে রেখে বিদায় নেন মমিনুল। সঙ্গী হারিয়ে পিচে বেশিক্ষন স্থায়ী হননি আকবর নিজেও। পরের ওভারেই সুমন খানের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। মাত্র ৫ রানের ব্যাবধানে তৃতীয় উইকেট হিসেবে ইয়াসির আলী আউট হলে ম্যাচ জয়ের স্বপ্ন পরিষ্কার হতে থাকে শাইনপুকুরের। দলের ৬২ রানে মাহমুদুল্লাহও ফিরে গেলে ম্যাচ জেতা শুধু সময়ের ব্যাপার হয়ে যায় শাইনপুকুরের। শেষ উইকেট জুটিতে গাজী ম্যাচ জয়ের আশা জাগালেও শেশ হাসি হাসে শাইনপুকুর। শাইনপুকুরের মোহর শেখ ২২ রানে ৪টি এবং সুমন খান নেন ২০ রানে ৩উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img