বৃষ্টিতে ভেসে গিয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা, টস পর্যন্ত হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে বলা হচ্ছে টেস্ট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ, রাখা হয়েছে রিজার্ভ ডে’ও। তাই দ্বিতীয় দিনই এই টেস্টের অলিখিত প্রথম দিন। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম সেশন শেষে কিছুটা হলেও এগিয়ে কিউইরা। লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের রান ২ উইকেটে ৬৯।
Lunch in Southampton ?
After India's solid start, the Kiwis have fought back with two massive scalps!
Which side holds the upper hand?#WTC21 Final | #INDvNZ | https://t.co/OFtfC8J41k pic.twitter.com/Slqs3fHMqb
— ICC (@ICC) June 19, 2021
সাদাম্পটনে মেঘলা আকাশের নিচে সাউদি বোল্টদেরর পেইস আর সুইং শুরুতে ভালোই সামলেছে রোহিত শর্মা আর শুবমান গিল। প্রথম ঘন্টায় ভারতীয় দুই ওপেনারের লেটার মার্ক। তবে সেই ধারা পরবর্তীতে বজায় রাখতে পারেনি ভারতীয়রা। একুশতম ওভারের প্রথম বলেই কাইল জেমিসনের বলে স্লিপে সাউদির হাতে ক্যাচ রোহিত শর্মার বিদায়।
?#WTC21 Final | #INDvNZ pic.twitter.com/MxeOn3RLUE
— ICC (@ICC) June 19, 2021
রোহিত আউট হওয়ার পর বেশিক্ষন উইকেটে থাকতে পারেননি গিলও। ১ রানের ব্যবধানে ভারত হারায় তাদের দ্বিতীয় উইকেট। ইনিংসের পঁচিশতম ওভারে প্রথম বল করতে আসা কিউই টেস্ট স্পেশালিস্ট নিল ওয়াগনারের বলে আউট হন শুভমান। টেস্ট ক্রিকেটের আইডিয়াল করিডোরে থাকা ওয়াগনারের বল ব্যাটসম্যানের কানা ছুঁয়ে জমা পরে কিপার ওয়াটলিংয়ের গ্লাভসে।
Can skipper Virat Kohli and Cheteshwar Pujara stitch an important partnership in the second session for India?#WTC21 Final | #INDvNZ | https://t.co/CWm5s45PFc pic.twitter.com/UTSha7sXu5
— ICC (@ICC) June 19, 2021
ভালো শুরুর পরও সেশনের শেষ দিকে এসে দুই উইকেট হারানো ভারতকে কিছুটা অস্বস্তিতে ফেললেওস উইকেটে থাকা দুই নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারায় ভরসা খুঁজবে টিম ইন্ডিয়া আর নিউজিল্যান্ড চাইবে যত দ্রুত সম্ভব উইকেট তুলে নেওয়া যায়।