বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট ভারত। ১৪৬ রানে দিনের খেলা শুরু করা ভারতকে কাইল জেমিসনের ৫ উইকেটে নাগালের মধ্যেই রাখে নিউজিল্যান্ড। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৯ রান আসে আজিংকা রাহানের ব্যাটে।
ALL OUT ☝️
India's innings ends at 217, after a quality bowling display from the @BLACKCAPS.#WTC21 Final | #INDvNZ | https://t.co/Ia4tmbuPBD pic.twitter.com/v8MvWCon9z
— ICC (@ICC) June 20, 2021
সাদাম্পটনে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের মিনিট ত্রিশেক পর। সকালের মেঘলা আকাশে ভারতের ওপর আঘাত হানতে বেশি সময় নেয়নি কিউই বোলাররা। আগের দিনের রানের সাথে কোনো রান যোগ না করেই ব্যক্তিগত ৪৪ রানে জেমিসনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পরে ফিরে যান ভিরাট। রেভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি ভারত অধিনায়কের। ছয়ে নামা ঋশাভ পান্ত ঘরের মাঠের ফর্ম ইংল্যান্ডে বয়ে আনতে পারেননি। রানের খাতা খোলার পরের বলেই স্লিপে ধরা খান পান্ত। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান রাহানেকে ফেরান নিল ওয়াগনার। হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে লাথামের ক্যাচে ড্রেসিংরুমে ফেরেন ভারতের সহ-অধিনায়ক।
Kyle Jamieson gets the massive scalp of Virat Kohli!
The Indian captain is out for 44.
?? are 149/4.
#WTC21 Final | #INDvNZ | https://t.co/IvsdXSZmbs pic.twitter.com/j8dJTqbaBm
— ICC (@ICC) June 20, 2021
১৮২ রানেই ছয় উইকেট হারানোর পর বেশিদূর আগাতে পারেনি ভারত। আশ্বিন আর জাদেজার ২৩ রানের জুটি ভাঙ্গেন সাউদি। ভারত তাদের শেষ ৩ উইকেট হারায় মাত্র ৪ রানে। এক ওভারেই বুমরাহ ও ইশান্ত কে ফিরিয়ে ভারতের লেজ দ্রুত গুটিয়ে ফেলার কাজ টা করেন জেমিসন। এই বোলার ২২ ওভারে মাত্র ৩১ রানে নেন ৫ উইকেট।
Kyle Jamieson! Goes bang bang after lunch with two in two balls! Sharma then Bumrah to have India nine down. Bumrah Jamieson's 5th wicket in the innings. India 217/9 with Shami joining Jadeja 15* Card | https://t.co/9M1mvODiZ3 #WTC21 pic.twitter.com/fXZKwfeamP
— BLACKCAPS (@BLACKCAPS) June 20, 2021
ফাইনালের উইকেটে ফুটপ্রিন্টের কারনে পিচে স্পিন ধরবে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে ভারতের ২১৭ রান টপকিয়ে জাদেজা-আশ্বিন কে সামলে প্রথম ইনিংসে লিড নেয়া যে সহজ কাজ হবেনা উইলিয়ামসন, কনওয়েদের তা ধারনা করাই যায়।