ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন লিগের ওল্ড ডিওএইচএস ও লিজেন্ডস অফ রুপগঞ্জের ম্যাচ আগামী মঙ্গলবার ২২শে জুন মিরপুরে অনুষ্ঠিত হবে। সিসিডিএম বরাবর লিজেন্ডস অফ রুপগঞ্জের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। মঙ্গলবার দুপুর দেড়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন লিগের খেলায় বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হওয়ার কথা ছিল লিজেন্ডস অফ রুপগঞ্জের। শুক্রবার লিজেন্ডস অফ রুপগঞ্জ কর্তৃপক্ষ সিসিডিএমকে চিঠি দিয়েছিল ওল্ড ডিওএইচএসের বিপক্ষের ম্যাচ মিরপুরে সরিয়ে আনার জন্য। শনিবার এক ভিডিও বার্তায় তাদের সেই দাবি মেনে নেওয়ার ঘোষনা দিয়েছিলেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
শনিবার কাজী ইনাম আহমেদ জানিয়েছিলেন মিরপুরে সুপার লিগের ম্যাচ চলায় অফ ডেতে রেলিগেশন লিগের খেলা চালানোর ঘোষনা দিয়েছিলেন সিসিডিএম চেয়ারম্যান। সেই ঘোষনার বাস্তবায়ন দেখা গেল অবশেষে। এমনকি রুপগঞ্জ সে ম্যাচে আম্পায়ার হিসেবে চেয়েছে আইসিসির প্যানেল ভুক্ত আম্পায়ারদের। সিসিডিএম সে দাবিও মেনে নিয়ছে।