ইউয়েফা ইউরো ২০২০ এর “বি” গ্রুপ চ্যাম্পেয়ন হয়েই পরের পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়েছে ২-০ গোলে। বেলজিয়ানদের সঙ্গী হয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে ডেনমার্ক। তৃতীয় ম্যাচে রাশিয়ার বিপক্ষে ১-৪ গোলে জিতেছে স্ক্যান্ডেনেভিয়ারা। ৩ ম্যাচে মোটে একম্যাচ জিতেও গোলের হিসেবে পরের পর্বে উঠেছে ডেনমার্ক।
A final night full of drama in Group B ?#BEL make it three wins from three ?#DEN hit four past Russia to qualify in second ? pic.twitter.com/ti3u155eiu
— Goal (@goal) June 21, 2021
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ফেভারিট বেলজিয়ামের মুখোমুখি হয়েছিলো প্রথমবার ইউরোতে সুযোগ পাওয়া ফিনল্যান্ড। ড্র থেকে ১ পয়েন্ট পেলেই গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলতে উঠতে পারতো ফিনিশরা। স্বপ্নপূরনে একটা পয়েন্টের লক্ষ্যে জমাট রক্ষণ নিয়ে প্রথম ৭৪ মিনিট বেলজিয়ামকে আটকেও রেখেছিলো ফিনল্যান্ড। কিন্তু আশায় জল ফেলে দেন ফিনিশ গোলি লুকাস হ্রাডেকি, এবারের আসরে কোনো গোলকিপারের দ্বিতীয় আত্মঘাতী গোল, লিড পায় বেলজিয়াম। প্রথম গোলের ঠিক ৬ মিনিট পরেই, আসরের তৃতীয় গোলে বেলজিয়ামের লিড ডাবল করেন রোমেলু লুকাকু।
63 goals in 96 games for Belgium.
Romelu Lukaku is special ✨ pic.twitter.com/ZhzaJNyiC3
— B/R Football (@brfootball) June 21, 2021
এরিকসেনের মাঠের বাইরে ছিটকে যাওয়া, ফিনল্যান্ডের কাছে হারা, প্রথম ২ ম্যাচেই হার; ইউরোতে ডেনমার্কের ভাগ্যে ভালো কিছুই যেন জুটছিলোনা। তবে শেষ ম্যাচে সব সমীকরণ মিলিয়ে দিয়েছে ফুটবল। গ্রুপ রানার্স-আপ হয়ে পরের রাউন্ডে যেতে জিততে হতো, সেও বড় ব্যবধানে। রাশিয়াকে চার গোল দিয়ে সব হিসেব মিলিয়েই গ্রপ পর্ব শেষ করেছে ডেনমার্ক।
What a moment for #DEN pic.twitter.com/6Lm1A9lc37
— B/R Football (@brfootball) June 21, 2021
ম্যাচের শুরু থেকেই অল-আউট আক্রমনে রাশিয়াকে তটস্থ করে তোলে ড্যানিশরা। পুরো ম্যাচে ডেনমার্কের অন টার্গেট শটই ছিলো দশটা। বিরতির আগেই লিড, গোল স্কোরার মিকেল ডামসগার্ড। বিরতির পর ঘন্টা পার হওয়ার আগেই ডেনিশদের দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার ইউসেফ পৌলসেন। পেনাল্টি থেকে এক গোল শোধ করেন রুশ অধিনায়ক আরটেম জুবা। ওই গোলের পর আরো দুটো হজম করেছে ইউরোর সর্বপ্রথম চ্যাম্পিয়নরা। চেলসি ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিশ্চিয়ানসেনের পর স্কোরশিটে নাম তোলেন ওয়াকিম মাহেল। ক্রিশ্চিয়ানসেন তার গোল উৎসর্গ করেছেন ক্রিশ্চিয়ান এরিকসেনকে।
Chelsea's Andreas Christensen scored the goal of his life to help #DEN reach the #EURO2020 knockout stages ?
And then he dedicated it to Christian Eriksen ❤️ pic.twitter.com/nPHKhOqeyW
— Goal (@goal) June 21, 2021
ডেনমার্কের জয়ের রাতে এই গ্রুপেরই অন্য দল ফিনল্যান্ডের স্বপ্নভঙ্গ হয়েছে। তবে এখনই বাড়ি ফিরতে হবেনা তাদের। টুর্নামেন্টের সেরা তৃতীয় দলগুলোর ভেতর একটি হয়ে তাদের সামনেও ইউরোর পরের রাউন্ডে খেলার সুযোগ রয়েছে। সেজন্য বাকি গ্রুপের ম্যাচগুলোর জন্য অপেক্ষা।