? Sensational free-kick by Mikkel Damsgaard! ⚽️#EURO2020 https://t.co/nsnDI3p52Q pic.twitter.com/GS4LjsbEku
— UEFA EURO 2020 (@EURO2020) July 7, 2021
লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডেনিশরা। সাকা ক্রস বাড়ালেন, উদ্দেশ্য রাহিম স্টার্লিং। স্লাইড করে সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে জড়িয়ে দেন ডেনিশ অধিনায়ক সাইমন কায়ের। ফলে চলতি ইউরোতে আত্মঘাতী গোলের সংখ্যা হয়ে গেল ১১। অর্থাৎ আত্মঘাতী গোলদাতাদের নিয়ে করা যাবে একটা পাক্কা একাদশ। তবে সমতায় ফেরানোর সুযোগ আরো দুই মিনিট আগেই পেয়েছিল ইংল্যান্ড, রাহিম স্টার্লিংয়ের শট ঠেকিয়ে দেন ডেনিশ লাস্টম্যান স্মাইকেল। শেষ পর্যন্ত সমতায় থেকে বিরতিতে যায় দুদল।
??????? England level via Simon Kjær own goal ⚽️#EURO2020 pic.twitter.com/spjKWLlKv3
— UEFA EURO 2020 (@EURO2020) July 7, 2021
বিরতি থেকে ফিরে ৫০মিনিটে দারুন দক্ষতায় ডোবার্গকে গোলবঞ্চিত করেন জর্দান পিকফোর্ড। পাঁচ মিনিট পর নিজের খেল দেখান ডেনিশ কিপার ক্যাস্পার স্মাইকেল। ম্যাসন মাউন্টের ক্রসে হ্যারি ম্যাগুয়েরের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকান লেস্টার সিটি গোলকিপার। তিন মিনিট পর আবার ডোলবার্গ, আবার পিকফোর্ড । মার্টিন ব্র্যাথওয়েটের পাস থেকে ডোলবার্গের বাঁ পায়ের দুরন্ত শট ঠেকিয়ে দেন পিকফোর্ড। সেই কাউন্টারে গোল পেতে পারতো ইংল্যান্ড। লুক শয়ের ক্রস ডেনিশ ডিফেন্ডারের পায়ে লেগে জড়িয়ে যেতে পারতো জালে, অল্পের জন্য যেটা চলে যায় বারের বাইরে দিয়ে।
?? Kasper Schmeichel ? England = ______#EURO2020 | #DEN pic.twitter.com/EEHWah38RH
— UEFA EURO 2020 (@EURO2020) July 7, 2021
দুদল ম্যাচের বাকিটা সময় ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে । ডেনমার্কের নজর ছিল রক্ষণ সামলে তারপর আক্রমণে যাওয়ার। আর ইংল্যান্ড আক্রমণ-প্রতি আক্রমণে ডেনিশ ডিফেন্সকে তটস্থ রেখেছে। তবে কাজের কাজটা না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় ইংল্যান্ডকে নিয়ে যায় প্রথমবারের মতো ইউরোর ফাইনালে।