ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে কোচ বলদের হিড়িক পড়েছে সব দলে। টটেনহামের মতো দলের নতুন কোচ খুঁজে পেতে বেশ বেগও পেতে হয়েছে। তবে কোচ নিয়ে বেশ নিশ্চিন্তই আছে বর্তমান লা-লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ, ক্লাবের বর্তমান কোচ দিয়েগো সিমিওনি এবং তার সহকারীদের সাথে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।
May: leads Atletico to their second La Liga title since taking over managing the club in 2011
July: Diego Simeone signs a new contract with the club until 2024 ✍️ pic.twitter.com/AdXo7ncG6y
— B/R Football (@brfootball) July 8, 2021
অ্যাতেলেতিকো মাদ্রিদের সবচেয়ে বড় তারকাদের একজন তাদের কোচ দিয়েগো সিমিওনি। ফুটবলের সর্বোচ্চ বেতন প্রাপ্ত কোচদের একজন সিমিওনি অ্যাতলেতিকো মাদ্রিদ নামেরই সমার্থক হয়ে গেছেন যেনো। নিজদের কৌশল এবং দর্শনের জন্য সমালোচনার শিকার হলেও সিমিওনি নিজের পজিশনে বেশ সফল, গেলো মৌসুমের সফল এই কোচ অ্যাতলেতিকোকে লা লিগা শিরোপা জেতানোয় তার সাথে চুক্তি নবায়ন করলো ক্লাব।
Diego Simeone at Atleti ?⚪
? 527 matches
✅ 316 wins
? 8 trophiesThe legend continues.#LLL
???⚽️ pic.twitter.com/TgEP8r060A— La Liga Lowdown ???⚽️ (@LaLigaLowdown) July 8, 2021
২০১১ সালে ক্লাবের দায়িত্ব নেওয়ার পর সিমিওনি গত ১০ বছরে ৮ টি ট্রফি জিতিয়েছেন ক্লাবকে, যাতে রয়েছে দুটি করে ইউরোপা কাপ এবং ইউয়েফা সুপারকাপ। সিমিওনির অধীনে দল ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও সেই ট্রফি এখনো ছুঁয়ে দেখা হয়নি মাদ্রিদের ক্লাবটির। ক্লাবের হয়ে দিয়েগো সিমিওনির রয়েছে অবিশ্বাস্য রেকর্ড, তার অধীনে অ্যাতেলেতিকো মাদ্রিদ এখনো পর্যন্ত ৫২৭ ম্যাচ খেলে হেরেছে মাত্র ১৬ শতাংশ ম্যাচে।