২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

নাটকীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

- Advertisement -

পাঁচম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৭ রানেই অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শের ফিফটিও বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়াকে।

ছবিঃ টুইটার
ছবিঃ টুইটার

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পরে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। পাওয়ারপ্লের ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ সর্বসাকুল্যে তোলে দুই উইকেটে ২৪ রান। ১২ ওভার শেষে ৬৫ রানে চার উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে একা হাতে টেনে তোলেন আন্দ্রে রাসেল, রাসেলের ৩ চার আর ৫ ছয়ে করা ২৮ বলে ৫১ রানে লড়াইয়ের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষ করে একশ পঁয়তাল্লিশ রানে। অস্ট্রেলিয়ান বোলারদের মাঝে সবচেয়ে সফল জশ হ্যাজেলউড চার ওভারে মাত্র ১২ রানে নেন ৩ উইকেট।

ছবিঃ টুইটার
ছবিঃ টুইটার

১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারালেও অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুর্দান্ত। আরেক ওপেনার ম্যাথু ওয়েড উড়ন্ত সূচনা এনে দেন অজিদের। পাওয়ারপ্লের ৬ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৩ উইকেটে ৭০ রান। অস্ট্রেলিয়া দ্রুতগতিতে রান তুলতে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের দাবি জানিয়ে রাখে। শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল গোটা চল্লিশেক রান, সেখান থেকে ওবেড ম্যাকয় এবং হেইডেন ওয়ালস জুনিয়রের দ্বিমূখী আক্রমণে উল্টো ১৮ রানে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শেষ ৬ উইকেট হারায় মাত্র ১৯ রানের ব্যবধানে, যার পাঁচটি উইকেট পড়ে শেষ ১০ রানেই। ওয়েস্ট ইন্ডিজের পেসার ওবেড ম্যাকয় নিয়েছেন ৪ উইকেট আর লেগ স্পিনার হেইডেন ওয়য়ালস জুনিয়রের সংগ্রহ তিন উইকেট।

ছবিঃ টুইটার
ছবিঃ টুইটার

সিরিজের দ্বিতীয় ম্যাচে একই স্টেডিয়ামে ১১ জুলাই রবিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মুখোমুখি হবে দুইদল। সাত বছর পর অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েই লো স্কোরিং ম্যাচ জিতে আত্মবিশ্বাসি হয়েই মাঠে নামবে ক্যারিবিয়ানরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img