চতুর্থ দিনের প্রথম সেশনে ৩২ ওভারের খেলায় বাংলাদেশ ১২৪ রান তোলে। বাংলাদেশ সাইফ হাসানের উইকেট হারালেও ফিফটির দেখা পান সাদমান ইসলাম। সেশন শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেট হারিয়ে ১৬৯ রান
#OneOffTest | Day 4: ?? now 468 & 155-1 after 47 overs
(Islam 69*, Shanto 36*) lead ?? by 346 runs#ZIMvBAN | #IspahaniTest | #VisitZimbabwe | #BowlOutCovid19 pic.twitter.com/iwV9CVy0zJ
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 10, 2021
চতুর্থ দিনের শুরু থেকেই প্রত্যাশিতভাবে রানের গতি বাড়ানোর দিকে মন দেন আগেরদিনের অপরাজিত দুই ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং সাইফ হাসান।এই সেশনে দুই ব্যাটসম্যান রান তোলেন ওভারপ্রতি প্রায় ৪ রান করে। ৮৮ রানের ওপেনিং জুটি গড়েন দুই ওপেনার, সাদমান ইসলাম ফিফটি তুলে নিলেও ৪৩ রান করে রিচার্ড এনগারাভার বলে আউট হন সাইফ হাসান।
সাইফের বিদায়ের পর উইকেটে আসা নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও দ্রুতগতিতে রান তোলায় মন দেন। দুইটি করে চার আর ছয়ে সেশন শেষে শান্ত অপরাজিত রয়েছেন ৪৭ রানে। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে হারারে টেস্টে বাংলাদেশের লিড বেড়ে হয়েছে ৩৬১ রান।