হারারেতে একমাত্র টেষ্টের পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান। সমান তিনটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। জিততে হলে জিম্বাবুয়েকে এখনও করতে হবে ৩০১ রান, বাংলাদেশকে নিতে হবে ৩ উইকেট।
#OneOffTest | Day 5⃣ | LUNCH ?️: ?? 2⃣7⃣6⃣ & 1⃣7⃣6⃣/7⃣ after 67 overs
(Tiripano 27*, Nyauchi 2*), need 301 runs to win with 3 wickets in hand#ZIMvBAN | #IspahaniTest | #VisitZimbabwe | #BowlOutCovid19 pic.twitter.com/KwVqcSWtqm
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 11, 2021
৪০ ওভারে ৩ উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান দিওন মায়ার্স এবং ডোনাল্ড তিরিপানো দিনের প্রথম ঘন্টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন। তবে প্রথম ঘন্টায় বাংলাদেশের ফিল্ডাররা দিয়েছেন ক্যাচ মিসের মহড়া, শুধু মায়ার্সের ক্যাচ মিসই হয়েছে দুটো, তিরিপানো জীবন পেয়েছেন একবার।
সাকিবের বলে দিওন মায়ার্সের ক্যাচ ছেড়েছেন উইকেট কিপার লিটন দাশ। দুই ওভার পর ডোনাল্ড তিরিপানোকে আউট করতের পারতেন তাসকিন আহমেদ। তবে নিজের বলেই নিজেই ক্যাচ ছেড়েছেন এই পেসার। ক্যাচ মিসের ক্ষেত্রে শেষের নামটা সাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজের বলে ডোনাল্ড তিরিপানোর ব্যাটের বাহিরের কাণায় লেগে বল চলে যায় ফার্স্ট স্লিপে। সেখানে থাকা ফিল্ডার সাকিব আল হাসান ক্যাচ নিতে ব্যর্থ হলে জীবন পান তিরিপানো। এখনো ক্রিজে আছেন এই নাইটওয়াচম্যান।
মায়ার্স-তিরিপানোর জুটি ভাঙ্গেন মেহেদী হাসান মিরাজ । শর্ট মিড উইকেটে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন মায়ার্স, এর আগে করেছেন ২৬ রান। তিন বল আবার মিরাজের আঘাত, ক্ল্যাসিক্যাল অফ স্পিনে টিমিসেন মারুমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন মিরাজ। বাকিটা সময় শুধুই তাসকিন আহমেদের।
মিরাজের জোড়া শিকারের পরের ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। রয় কাইয়াকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান এই ডানহাতি পেসার। এক ওভার পর আবার তাসকিনের শিকার, রেজিস চাকাভাকে দারুন এক ইনসুইংয়ারে বোল্ড করেছেন তাসকিন। তাসকিন পেতে পারতেন আরেকটা উইকেট। দারুন এক ফুল লেংথ ডেলিভারিতে ভিক্টর নিউয়াচিকে বোল্ড করেছিলেন তাসকিন, তবে নো-বল করায় উইকেটবঞ্চিত হন তাসকিন।