শিরোনাম চমকে ওঠার মতো। তবে আক্ষরিক অর্থেই তাই। ইউরোর সেরা গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা আপাতত কোনো ক্লাবের সাথেই চুক্তিবন্ধ নন। জুনের শেষে এসি মিলান অধ্যায়ের সমাপ্তি, কিছুদিনের মধ্যেই হয়তো যোগ দেবেন নতুন ক্লাবে, তবে তার আগ পর্যন্ত দোনারুমাকে ‘বেকার’ই বলা যায়।
স্ট্রাইকার কিংবা স্টপার নন, তাই গ্ল্যামার কিছুটা কম। তবে এবারের ইউরোর মাঠে তার পাফফর্ম্যান্স ছিল অসাধারণ। পুরো টুর্নামেন্টে গোল খেয়েছেন চারটা, নয়টা দুর্দান্ত সেভে দলের জয়ে ভূমিকা রেখেছেন; তিনটি ম্যাচে দোনারুমা কোনো গোলই হজম করেননি।
He made his AC Milan debut at 16.
He made his first Italy start at 17.
He is the #EURO2020 Player of the Tournament at 22.
Gianluigi Donnarumma is the prodigy who has delivered everything ? pic.twitter.com/7zE6E9MzZ6
— Goal (@goal) July 12, 2021
সেমি ফাইনাল আর ফাইনাল দুই ম্যাচে, ইতালিকে অপেক্ষা করতে হয়েছে টাইব্রেক পর্যন্ত। যেখানে দলের জয়ে গুরুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দোনারুমা। সেমিফাইনালের আলভারো মোরাতার পেনাল্টি, ফাইনালে জেডন সানচো আর বুকায়ো সাকার দুটি শট বাধা পড়েছে দোন্নারুমা নৈপূন্যে।
দোনারুমার বয়স যখন ষোল তখন তার অভিষেক এসি মিলনের হয়ে। বয়স বাইশে কৈশরের ক্লাব ছেড়েছেন, কদিন পরেই হয়তো হবেন নেইমারের সতীর্থ। কারণ বাতাসে জোড় গুঞ্জন, পিএসজির হয়ে পরবর্তীতে মাঠে নামতে যাচ্ছেন দোনারুমা।