২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

লিটন দাশের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি!

- Advertisement -

জিম্বাবুয়ের সাথে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার লিটন দাশ। ১১০ বল খেলে সেঞ্চুরির দেখা পান লিটন।

জিম্বাবুয়ের সাথে প্রথম দুই ওভারে কোনো রানই করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ওভারের প্রথম বলে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। শুরুর এই চাপে লিটন দাশ নিজেও বন্দি ছিলেন খোলশে। সাকিব,মিঠুন, মোসাদ্দেকের বিদায় ক্ষনে ক্ষনে লিটনের চাপ আরও বাড়িয়েছিল এদিন। তবে চাপে ভেঙ্গে না পড়ে উইকেটে পড়ে ছিলেন লিটন। আর সেই উইকেটে থাকার পুরষ্কারও পেলেন লিটন। মাহমুদউল্লাহর সাথে ৯৭ রানের জুটির পর রিয়াদ ফিরে গেলেও ঠিকই সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন।

সেঞ্চুরি করতে লিটন মেরেছেন ৮টি বাউন্ডারি, ছক্কা মারতে পারেননি একটাও। প্রথমদিকে ধিরে ব্যাটিং করলেও ওভার গড়ানোড় সাথে সাথে নিজের স্টড়াইক রেট বাড়ান লিটন। অন্যদের ব্যার্থতার দিনে লিটনের ব্যাটেই সম্মানজনক স্কোরের পথে রয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বেশি বড় করতে পারেননি লিটন। ১১৪ বলে ১০২ রান করে বাঁহাতি পেসার এনগারাভার বলে আউট হয়েছেন লিটন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img