টসে জিতে আগে ব্যাট করে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে জিম্বাবুয়ে। ওয়েসলি মাদিভিরের ফিফটি এবং রায়ান বার্লের ৩৪ রানের ইনিংসে প্রথম ম্যাচের চেয়ে বড় স্কোর পায় জিম্বাবুয়ে।
Madhevere scores 73, Burl finishes strong with 34 off 19 as Zimbabwe set a target of 167 #ZIMvBAN https://t.co/5hyGdp6NNS
— Cricbuzz (@cricbuzz) July 23, 2021
প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বড় হয়নি জিম্বাবুয়ের ওপেনিং জুটি। ওপেনার মারুমানিকে জলদি ফেরান শেখ মাহেদী হাসান। পুরো সিরিজে ফর্মে থাকা রেজিস চাকাভার ইনিংসও খুব একটা বড় করতে দেননি সাকিব আল হাসান। তবে একদিকে অবিচল ছিলেন ওপেনার ওয়েসলি মাদিভিরে। ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটিকে ক্যারিয়ার সর্বোচ্চ ৭৩ রান বানিয়ে শরিফুলের বলে ফেরেন মাদিভিরে।
A fifty for Wessley Madhevere keeps Zimbabwe ticking!
What total will they finish on? https://t.co/m0lWYUjcBm #ZIMvBAN pic.twitter.com/8aXOZrl4DH
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 23, 2021
দলীয় ১৩৯ রানে মাদিভিরে ফিরলে বোর্ডে বড় সংগ্রহ জমা করার কাজটা করেন রায়ান বার্ল, ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন এই বাঁহাতি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। সাকিব ৩২ রানে একটি উইকেট তুলে নিয়ে রানে লাগাম টানার কাজটা করেন।