২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

কোহলিকে খোঁচা, ওয়াসিম জাফরের জবাব

- Advertisement -

ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগস্টের চার তারিখ থেকে। তার আগেই অবশ্য শুরু হয়েছে কথার লড়াই। ইংল্যান্ড ক্রিকেটের নামকরা সমর্থক গোষ্ঠী বার্মী আর্মির ট্রলের শিকার হয়েছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কোহলির পক্ষে আবার তার জবাব দিয়েছেন ওয়াসিম জাফর।

টোকিওতে চলছে অলিম্পিকের আসর। কোহলির তীর নিক্ষেপের পুরনো ছবি সংযুক্ত করে বার্মী আর্মি টুইটে লিখেছে, ‘আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন কোহলি। অলিম্পিকের প্রস্তুতি নিতে তিনি এখন আছেন টোকিওতে।‘

বার্মীর আর্মির করা সেই টুইটের জবাব ফিরতি টুইটে দিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। ছবির সাথে যুক্ত থাকা হিন্দি বাক্য বাংলায় করলে দাঁড়ায়, ‘ওর কাছে যে গাজা আছে সেটা আমার চাই।‘

বোঝাই যাচ্ছে কথার লড়াইয়ের ঝাঝ কোনোভাবেই কমছে না। খেলার আগেই খেলা; যেখানে স্ট্রাইকে বার্মী আর্মি, বলা যায় বোলিং প্রান্তে ওয়াসিম জাফর। তাদের এই যুদ্ধ সিরিজের রোমাঞ্চই বাড়াচ্ছে। তবে ইনজুরি ছাড়ছে না ভারতকে। গুবমান গিলের পর ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর। তাদের বদলে দলে জায়গা হয়েছে পৃত্থী শ্ব আর সুরিয়াকুমার ইয়াদবের।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img