বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি কমোডর মুজিবুর রহমান। ২৮ জুলাই বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দুই বছর বিসিবির সভাপতি ছিলেন কমোডর মুজিব।
বিসিবির সাবেক সভাপতির মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। কমোডর মুজিবুরের মৃত্যুতে আগামিকাল বৃহস্পতিবার, ২৯ জুলাই বিসিবির পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিছুদিন আগেই মারা গিয়েছিলেন বিসিবির আরেক সাবেক সভাপতি কামাল জিয়াউল ইসলাম। কমোডর মুজিবুরের দায়িত্ব ছাড়ার পরেই ১৯৮৩ সালে বিসিবির প্রেসিডেন্টের পদে বসেছিলেন কে.জেড ইসলাম নামে পরিচিত এই সাবেক সভাপতি।