জিম্বাবুয়েতে তিন ফরম্যাটে সফল সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এক মাসের দির্ঘ সফর শেষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল নয়টার কিছু পরে কাতার এয়ারওয়েজের একটি বিমানে দেশে পা রেখেছে ক্রিকেটাররা।
এক মাসের সফর শেষ করে এসেও অবশ্য বাংলাদেশ দল বায়োবাবলের ক্লান্তি থেকে মুক্তি পাচ্ছেনা। এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গিয়ে উঠেছে বাংলাদেশ দল। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের বায়োবাবলের জন্যই এতো কড়াকড়ির মধ্যে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। ৯ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে তবেই পরিবারের কাছে যাওয়ার সুযোগ পাবে ক্রিকেটাররা।
এদিকে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দল দেশে ফেরার পর বিকালে অস্ট্রেলিয়ার বাংলাদেশে পা দেওয়ার কথা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি বাংলায় আসবে অজিরা। টাইগারদের মতো তারাও উঠবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে মাঠের প্র্যাক্তিসে নামার সুযোগ পাবে অস্ট্রেলিয়ানরা।
দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবনে ৩ আগস্ট। দুই দেশের মধ্যে এটিই হবে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।