দুঃসময় যেনো পিছু ছাড়ছেনা ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার মার্কাস র্যাশফোর্ডের। ইউরো ফাইনালে টাইব্রেকার মিস করার পর এবার কাঁধের ইনজুরিতে মিস করবেন ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুটাও।
We know you'll come back stronger, @MarcusRashford ❤️?#MUFC
— Manchester United (@ManUtd) July 30, 2021
তেইশ বছর বয়সী র্যাশফোর্ডের কাঁধের ইনজুরি রয়েছে গত মৌসুম থেকেই, সেই ইনজুরি নিয়েই খেলেছেন ইউরো। শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেড কতৃপক্ষ জানিয়েছে পুষে রাখা সেই ইনজুরির জন্য এবার অস্ত্রোপচার করাতে হবে র্যাশফোর্ডের। অস্ত্রোপচার করানোয় র্যাশফোর্ড মাঠের বাইরে থাকবেন কমপক্ষে অক্টোবর পর্যন্ত।
ম্যানচেস্টার ইউনাইটেড কতৃপক্ষ জানিয়েছে, “র্যাশফোর্ড, ডাক্তার, কোচ এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে র্যাশফোর্ডের কাঁধের সমস্যার জন্য তাকে অপারেশ করানো হবে। সে এখন নিজের রিহ্যাবের দিকে মন দিবে যেনো যতো তাড়াতাড়ি সম্ভব সে মাঠে ফিরতে পারে”
আগস্টের ১৪ তারিখ থেকে শুরু হবে ম্যানচেস্টার ইউনাইটেডের এই মৌসুমের প্রিমিয়ার লিগ যাত্রা। প্রিমিয়ার লিগের সাথে সাথে র্যাশফোর্ড ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের পাঁচটি ম্যাচও মিস করবেন।