২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টস হেরে সিরিজ শুরু বাংলাদেশে

- Advertisement -

অস্ট্রেলিয়ার সাথে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টসে হেরেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অজি ক্যাপ্টেন ম্যথু ওয়েড টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

টস হারের বৃত্ত থেকে বেরই হতে পারছেনা বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচে টস হারার পর অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচেও টস হেরেছেন রিয়াদ। অস্ট্রেলিয়া আগে বল করার সিদ্ধান্ত নেওয়ায় টানা সাত টি-টোয়েন্টি পর আগে ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে সাত ব্যাটসম্যান এবং চার বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার রয়েছেন দুইজন। দুই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান খেললেও এই ম্যাচে খেলছেননা মোহম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ।

অজি দল খেলছে ছয় ব্যাটসম্যান এবং পাঁচ বোলার নিয়ে। বাংলাদেশ দুই পেসার নিয়ে নামলেও অস্ট্রেলিয়া মাঠে নেমেছে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img