অস্ট্রেলিয়ার সাথে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই জানা আরেক ক্রিকেটীয় পরাশক্তি নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার খবর চুড়ান্ত করেছে আইসিসি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে কিউইরা।
JUST IN: Bangladesh will host New Zealand for a five-match T20I series from 1 to 10 September.
All matches will be played at the Sher-e-Bangla National Cricket Stadium.#BANvNZ pic.twitter.com/zlRIInR4Dk
— ICC (@ICC) August 4, 2021
অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার কথা থাকলেও ইংল্যান্ড সফর পিছিয়ে গেছে সম্প্রতি। নিউজিল্যান্ড ইংল্যান্ডের পথে হাঁটছেনা। বিশ্বকাপের ঠিক আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কেন উইলিয়ামসনের দল। সেপ্টেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে হবে ম্যাচগুলি।
নিউজিল্যান্ড শেষবার বাংলাদেশে এসেছিল ২০১৩-১৪ মৌসুমে, প্রায় সাত বছর পর আবার বাংলাদেশে পা রাখবে তারা। এখনো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি না জেতা বাংলাদেশের সামনে থাকবে ম্যাচ জেতার বড় সুযোগ। সিরিজের সবকটি ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।