সবধরনের আলাপ-আলোচনা শেষ, লিওনেল মেসি যাচ্ছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। এমন তথ্য দিয়েছেন স্বয়ং ক্লাবটির মালিকের ভাই, কাতারের আমির।
Negotiations are officially concluded. And announce later #Messi #Paris_Saint_Germain pic.twitter.com/BxlmCfARII
— خلـــيفة بـــن حمـــد آلــ ثانــــــي (@khm_althani) August 6, 2021
বৃহস্পতিবার পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে বার্সেলোনা। তারা সেদিন নিশ্চিত করেছে লিওনেল মেসি আর থাকছেন না স্প্যানিশ ক্লাবটিতে। স্প্যানিশ লিগ লা লিগার আর্থিক নিয়মের মারপ্যাচে নতুন চুক্তিতে পৌঁছাতে পারেনি কোনোপক্ষ। ফলে শেষ হয়ে গেছে বার্সেলোনা এবং মেসির ২১ বছরের সম্পর্ক।
গত মাসের শুরুতে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়েছে। বার্সেলোনা মূল দলের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ফ্রি-এজেন্ট হয়েছেন লিওনেল মেসি। এরপর বার্সেলোনা সভাপতি জানিয়েছেন মেসি বার্সাতেই থাকছেন। এরপর আবার ঘোষনা আসে অর্ধেক বেতনে বার্সাতে থাকতে রাজি হয়েছেন মেসি। সবই এখন ইতিহাস।
শুক্রবার ফুটবল পাড়ায় গুঞ্জন ওঠে, মেসির জন্য ১০ আগষ্ট পুরো আইফেল টাওয়ার সাঁজাবে পিএসজি। সেই গুঞ্জন ডালপালা মেলল শনিবার স্বয়ং ক্লাব মালিকের ভাইয়ের এমন বক্তব্যে।