২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

মেসির পিএসজিতে যাওয়া রোনালদোর ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না

- Advertisement -

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়া মেসির তীব্র প্রতিদ্বন্দী ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। এমনটাই জানিয়েছেন রোনালদোর জুভেন্তাস সতীর্থ লিওনের্দো বনুচ্চি। আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনকে এ কথা জানিয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার।

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন এটা পুরোনো খবর, বিদায়বেলায় চোখের জলে ভাঁসিয়েছেন কত কত মানুষকে। তবে নতুন খবর বার্সেলোনার মেসি পাড়ি জমাচ্ছেন প্যারিসে দুই বছরের চুক্তিতে। পিএসজিতে মেসির বার্ষিক বেতন ৩৫ মিলিয়ন ইউরো। মঙ্গলবার প্যারিসের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন মেসি, ধারনা করা হচ্ছে বুধবার হবে তার মেডিকেল পরীক্ষা।

রোনালদোর সঙ্গে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের চুক্তির মেয়াদ আর এক বছর। ধারনা করা হয়েছিল সি আর সেভেনের পরবর্তী গন্তব্য হতে পারে পিএসজি। মেসি পিএসজিতে যাওয়ায় সেই সিদ্ধান্ত নিতা নাও পারেন রোনালদো। তবে বনুচ্চি জানিয়েছেন মেসির পিএসজিতে যাওয়া রোনালদোর জুভেন্তাস ক্যারিয়ারে কোন প্রভাব ফেলেনি।

“আমি মনে করি মেসি যদি পিএসজিতে নাও যেতেন তবুও রোনালদো থাকতো”

জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলেছেন বনুচ্চি, ইউরো জিতেছেন ইতালির হয়ে। এমনকি ইউরো ফাইনালে সমতাসূচক গোলটিও করেছেন বনুচ্চি। তবে গত মৌসুমে জুভেন্তাসের হয়ে নয়বছরের সেরি-আ শিরোপা খুইয়েছেন বনুচ্চি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img