অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না এবং রবিন উথাপ্পার সাথে চেন্নাই সুপার কিংস দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ খেলতে শুক্রবার দুবাইয়ে পৌছেছে। এরআগে, ভারতে এই আসর চলাকালীন করোনায় চেন্নাই এবং কলকাতার বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হবার কারণে টুর্নামেন্টটি মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলো বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে আবার শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব।
ধোনির নেতৃত্বাধীন চেন্নাই এইমুহুর্তে সাত ম্যাচে পাঁচটি জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে; রিশব পান্থের দিল্লি ক্যাপিটালস রয়েছে শীর্ষে। তৃতীয় এবং চতুর্থ অবস্থানে যথাক্রমে ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
Touchdown
?Whistles Kingdom, UAE#UrsAnbudenEverywhere #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/z2pkKWtCws
— Chennai Super Kings – Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) August 13, 2021
দুবাই যাওয়ার আগে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা কয়েকদিন চেন্নাইয়ে একসাথে ছিলেন। ২০২০ আইপিএলে খারাপ সময় পার করার ধোনির দল খুব ভালো মতোই ঘুরে দাড়িয়েছে। দলটি নিজেদের জয়ের ধারাবাহিকতা বাকি পর্বেও বজায় রাখতে চায়।
আইপিএলের বাকি পর্বে চেন্নাই সুপার কিংসের ম্যাচের সময়সূচি:
১৯ সেপ্টেম্বর – চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, দুবাই (রাত ৮টা)
২৪ সেপ্টেম্বর – চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, শারজাহ (রাত ৮টা)
২৬ সেপ্টেম্বর – চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, আবুধাবি (বিকাল ৪টা)
৩০ সেপ্টেম্বর – চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, শারজাহ (রাত ৮টা)
২ অক্টোবর – চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়েলস, আবুধাবি (রাত ৮টা)
৪ অক্টোবর – চেন্নাই সুপার কিংস বনাম দিল্লী ক্যাপিটালস, দুবাই (রাত ৮টা)
৭ অক্টোবর – চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস, দুবাই (বিকাল ৪টা)