২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

চালোবাহ কাঁদলেন, কাঁদালেন

- Advertisement -

২২ বছর বয়সী সেন্টার ব্যাক ট্রেভো চালোবাহ আট বছর বয়স থেকেই অবস্থান করছেন চেলসিতে। উয়েফা সুপার কাপে বুধবার ভিলারিয়ালের বিপক্ষে তাকে মাঠে নামিয়ে চমকে দেন চেলসি কোচ থমাস টুখেল। কোচের আস্থার প্রতিদান দিতে পেরেছেন বলেই কি না শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচেও তাকে খেলালেন কোচ। আর, তাতেই করলেন বাজিমাত। বিপক্ষ দলের ডি-বক্সের সামনে বল পেয়ে গোলার মতো এক শটে চেলসির হয়ে করলেন তৃতীয় গোলটি; সেইসাথে গড়লেন প্রিমিয়ার লিগের অভিষেকে চেলসির হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডও।

চেলসির জার্সিতে খেলতে পারাটা স্বপ্নের মতো: চালোবাহ

“গোল করার পর বুঝতে পারছিলাম না আমার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত! আমি নিজের চোখের জল আঁটকে রাখতে পারিনি”-গোল করার মুহুর্তটা নিয়ে চালোবাহ

আমি বুঝতে পারিনি কখন বলটা জালে জড়িয়েছে! আমি সত্যিই বুঝতে পারিনি। পুরো স্টেডিয়াম যখন চেঁচিয়ে উঠলো, তখন আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে”- বলছিলেন চালোবাহ

সতীর্থরা এগিয়ে এসে সামলেছেন চালোবাহকে

গোল হওয়ার সাথে সাথেই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেন চালোবাহ, দু চোখ দিয়ে নেমে আসে অশ্রু। এই অশ্রু শুধু গোল করার আনন্দেরই নয়, এই অশ্রু এতবছরের কষ্টের প্রতিদান পাওয়ারও। তার সতীর্থরা এসে  তাকে জড়িয়ে ধরে, কিন্তু চালোবাহ যেন ঐটুকু মুহুর্তের জন্য তার সকল চেতনা হারিয়ে অন্য এক জগতের বাসিন্দা। পুরো গ্যালারির আনন্দে মেতে ওঠা, চেলসির হয়ে তার গোল সবই যেন তখনও তার কাছে স্বপ্নই!

সাবেক ইংলিশ ডিফেন্ডার ম্যাট আপসোন মুহুর্তটাকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, “মুহুর্তটা ভীষণ ভীতিকর মনে হচ্ছিলো, ভৌতিকও। কিন্তু মুহুর্তটা অনেক সুন্দর ছিল, আর সত্যও”

 

ছোটবেলায় চেলসি একাডেমিতে

“আমার জীবনের অন্যতম একটা সপ্তাহ ছিল এটা। যখন আমার বয়স আট, তখন থেকে আমি এই ক্লাবে আছি। স্ট্যামফোর্ডে অসংখ্য ম্যাচ দেখেছি, এখানে বল বয়ের দায়িত্ব পালন করেছি। অবশেষে এই দলের হয়েই খেলছি, আমার তো সবকিছুই স্বপ্ন মনে হচ্ছে” -চেলসির হয়ে খেলতে পেরে উচ্ছ্বসিত চালোবাহ

বিবিসি স্পোর্টসকে এক বার্তায় টুখেল বলেছেন, “ট্রেভো যত প্রসংশা কুড়িয়েছে, সে তার যোগ্য। গত দুইটি ম্যাচেই ও দুর্দান্ত খেলেছে। আন্তর্জাতিক কিছু অসাধারণ খেলোয়াড়ের সাথে, একাডেমির দারুণ কিছু প্রতিভা একদল হয়ে খেলছে। এটাই তো ফুটবলের সৌন্দর্য”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img