১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

নারী বিশ্বকাপ বাছাইয়ের ভেন্যু পরিবর্তন, খেলা জিম্বাবুয়েতে

- Advertisement -

২০২১ সালের নারী বিশ্বকাপের বাছাইপর্ব শ্রীলঙ্কার পরিবর্তে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত; বৃহস্পতিবার আইসিসি নিশ্চিত করেছে তথ্যটি। বাছাইপর্বের ম্যাচগুলো গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, করোনা মহামারীর কারণে আসরটিকে স্থগিত করতে বাধ্য হয়েছিল আইসিসি।

বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে বাছাইপর্বে যোগ দিবে থাইল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি এবং স্বাগতিক জিম্বাবুয়ে। টুর্নামেন্টের চুড়ান্ত সূচি দ্রুতই প্রকাশ করবে আইসিসি।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

বাছাইপর্বের সেরা তিন দল আগামী বছরের ৪ মার্চ থেকে যোগ দিবে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূল আসরে। আইসিসি নারী চ্যাম্পিয়নশীপ শেষে পাঁচটি দল ইতোমধ্যেই বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের সাথে অন্য দুইটি দল হল সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। বাছাইপর্ব থেকে মূলপর্বে আসা তিনটি দলের সাথে তাদের পরবর্তী অবস্থানে থাকা দুইটি দলসহ পাঁচটি দল অংশগ্রহণ করবে আইসিসি নারী চ্যাম্পিয়নশীপের পরের আসরে।

“আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব আমাদের সূচির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমি নিশ্চিত যে, হারারে স্পোর্টস ক্লাব দুর্দান্ত কিছু ম্যাচের সাক্ষী হবে। আমি জিম্বাবুয়ে ক্রিকেটকে ধন্যবাদ জানাই টুর্নামেন্টের আয়োজনে সম্মতি প্রদানের জন্য”- বলেছেন আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি

বিশ্বকাপের মত আসরের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব দেয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img