১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ক্রিকেট সমর্থকগোষ্ঠীর বিশ্বকাপে জয়ী ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস

- Advertisement -

১৯ আগস্ট ইংল্যান্ডের বার্মি আর্মির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট সিক্সেস ফ্যানস ওয়ার্ল্ড কাপ। সিক্স এ সাইড ফরম্যাটে, একদিনের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সমর্থকদের হয়ে খেলা দল বারবাডোস ট্যুরিজম টিম।

ছবিঃ বিসিএসএ
ছবিঃ বিসিএসএ

লন্ডনের অক্সফোর্ডে এসটন রোঅ্যান্ট ক্রিকেট ক্লাব মাঠে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বিভিন্ন দেশের ক্রিকেট সমর্থকদের সংগঠন গুলো। বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর হয়ে এই বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছে বিসিএসএ ইউকে। অন্য দেশ গুলোর মধ্যে অংশগ্রহণ করে স্বাগতিক ইংল্যান্ডের হয়ে বার্মি আর্মি, ভারতের হয়ে ভারত আর্মি, ওয়ার্ল্ড ইলেভেন (দক্ষিণ আফ্রিকা), অস্ট্রেলিয়ার হয়ে বাজি স্মাগলার ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে বারবাডোস ট্যুরিজম টিম।

ছবিঃ বিসিএসএ
ছবিঃ বিসিএসএ

সেমিফাইনালে বাদ পরলেও পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা বিসিএসএ। লিগ পর্বে অস্ট্রেলিয়ার বাজি স্মাগলার, ইংল্যান্ডের বার্মি আর্মি, ভারতের ভারত আর্মি ও ওয়ার্ল্ড ইলেভেন (দক্ষিণ আফ্রিকা) কে হারিয়ে সেমি ফাইনালে উঠেছিল, সেখানে ওয়ার্ল্ড ইলেভেনের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারদের প্রতিনিধিরা। স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে বিসিএসএ তাদের জার্সিতে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী বিশেষ লোগো ব্যবহার করেছিল। বিসিএসের প্রতিটি জার্সিতে ব্যবহার করেছে বিশেষ জার্সি নাম্বার, যা ফুটিয়ে তুলেছে বাংলাদেশের স্বাধীনতার অর্জনের বিশেষ সময় ও বিশেষ মুহূর্ত।

ছবিঃ বিসিএসএ
ছবিঃ বিসিএসএ

ফাইনালে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস ট্যুরিজম টিম ও ওয়ার্ল্ড ইলেভেন । শক্তিশালী বারবাডোস ট্যুরিজম টিমের কাছে হেরে রানার-আপ হয় ওয়ার্ল্ড ইলেভেন (দক্ষিণ আফ্রিকা)। সমর্থকদের এই বিশ্বকাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফরমার ক্রিকেটার জয়েল গারনার ও ইংল্যান্ডের বার্মি আর্মির প্রতিষ্ঠাতা পল বার্নহাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img