২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ল্যাঙ্গারের পক্ষে সাফাই গাইলেই হেইডেন

- Advertisement -

দুজনেই অস্ট্রেলিয়ার সোনালী যুগের তারকা। একসাথে কতো ইনিংসের শুরু করেছেন, কতো দুর্দান্ত জুটি গড়েছেন সেটার হিসেব নেই। সময়ের বদলে ম্যাথু হেইডেন এখন ধারাভাষ্যকার আর জাস্ট ল্যাঙ্গার অস্ট্রেলিয়া দলের কোচ। বেশ কিছু ল্যাঙ্গারের কোচিংয়ের ধরণ নিয়ে সমালোচনা হচ্ছে; তবে সেটা ভালোভাবে নিচ্ছেন না হেইডেন।

কদিন আগেই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। সামনেই তি-টোয়েন্টি বিশ্বকাপ। অজিদের কোচিংয়ের দায়িত্ব ল্যাঙ্গারের কাঁধেই। সাবেক ওপেনিং পার্টনারের খেলোয়াড়ি জীবন টেনে হেইডেন বলেছেন ল্যাঙ্গারকে নিয়ে এসব সমালোচনা অসম্মানের।

“একশর বেশি টেস্ট খেলা একজনের প্রতি যা পুরোপুরি অসম্মানের। আমি তাকে চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতে দেখেছি। কিন্তু সে অদম্য। মানসিকভাবে অনেক শক্ত। স্ত্রী ওচারটি বাচ্চা রেখে সে দলের দায়িত্ব পালন করছে। এতকিছুর পরেও এসব ফালতু কথা শুনতে হচ্ছে তাকে” – ল্যাঙ্গার প্রসঙ্গে হেইডেন

ল্যাঙ্গারের কোচিং নিয়ে সমালোচনা নয় বরং তার অধীনেই অস্ট্রেলিয়া সাফল্য পেয়েছে বলে বিশ্বাস হেইডেনের।

“ওই সময়টায় অস্ট্রেলিয়ান ক্রিকেটের চারপাশে ছিল আঁধার। এরপর আগমন ল্যাঙ্গারের, যে ওই অবস্থা বদলে দিয়েছিল, সংস্কৃতি ফিরিয়ে এনেছিল এবং আমরা জয়ও পেয়েছি”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img