আগের ম্যাচে পাওয়া ছন্দ পরের ম্যাচেই ধরে রাখতে ব্যর্থ হল ম্যানচেস্টার ইউনাইটেড। আজ সাউদাম্পটনের মাঠে ১-১ গোলে ড্র করেছে ওলে গানার শুলসারের দল।
গত ম্যাচের আগে ওল্ড ট্রাফোর্ডে দর্শকদের সামনে ঘটা করে “উপস্থাপন” করা হলেও এই ম্যাচে রাফায়েল ভারানেকে অভিষেক করায়নি রেড ডেভিল থিঙ্ক ট্যাংক। এমনকি নিয়মিত “ফ্রেড ম্যাকটমিনে” পিভট জুটিকেও ভাঙ্গেন ওলে। ফ্রেডের সাথে খেলান অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার মাতিচকে।
A record-equalling 2️⃣7️⃣ successive #PL away games without defeat for #MUFC ⛔️#SOUMUN
— Manchester United (@ManUtd) August 22, 2021
একাদশে এই পরিবর্তন যদিও খুব একটা ফলপ্রসূ হয়নি। অনেক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি রেড ডেভিলরা। লিডস ম্যাচের সেই ক্ষুরধার আক্রমণ আজ ছিল অনেকটাই অগোছালো। খেসারত দিতে হয়েছে রক্ষণের ভুলেরও। ৩০ মিনিটের সময় রাইট ফ্ল্যাঙ্কে বল হারান ব্রুনো ফার্নান্দেজ। ইউনাইটেড প্লেয়ারদের ফাউলের জোরালো আবেদন নাকচ করে খেলা চালিয়ে যান রেফারী। তারপর সাউদাম্পটন ফরোয়ার্ড শে এডামসের শট ফ্রেডের পায়ে লেগে গোলরক্ষক ডেভিড ডে হেয়ার হাত গলে ঢুকে যায়। আত্মঘাতী গোলে ১-০ তে পিছিয়ে পড়ে ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরো আক্রমণাত্মক হয়ে উঠে সাউদাম্পটন। পাল্টা জবাবটা অবশ্য ইউনাইটেডের তরফ থেকেই আসে। ৫৪ মিনিটে মেসন গ্রীনউডের গোলে সমতায় ফেরে ইউনাইটেড। পল পগবার দূর্দান্ত ড্রিবল করে বানিয়ে দেওয়া বলটা নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান ১৯ বছর বয়সী তরুণ। এরপর আর গোল হয়নি। দুইপক্ষই চেষ্টা করেছে বিস্তর। কিন্তু কখনো নিজেদের ভুলে, কখনো বিপক্ষের কৃতিত্বে শেষ বাঁশির পর পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে দুই দল।
ম্যানচেস্টার ইউনাইটেডের ২৯ অক্টোবর পরের ম্যাচ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে তাদের মাঠে।